কুলতলি নদীগর্ভে থেকে চুরি হচ্ছে বালি, নীরব প্রশাসন

সংবাদ সারাদিন, সুন্দরবন: সুন্দরবনের প্রবেশদ্বার কুলতলি। কুলতলির মাতলা নদী বক্ষ থেকে প্রকাশ্যে দিবালোকে নদী থেকে চুরি হচ্ছে বালি। ওই বালি কেল্লার অম্বিকানগর কাঠখালি, রাস্তার ধারে বড় বড় বালির স্তুপ করে বিক্রি হচ্ছে। এই বালি বিভিন্ন সরকারি প্রকল্পে কাজে ও লাগানো হয়। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে কুলতলী থেকে সেই বালি ট্রাকে, লরিতে করে সরবরাহ হয়। নদী থেকে বালি তোলার কোন পারমিশন নেই। নিয়ম সেখানে দিনের পর দিন নদী পক্ষ থেকেই বালি তুলছেন এলাকার মানুষজন। কুলতলী এলাকার প্রায় ২০০ থেকে ২৫০ জন মজুর প্রতিদিন কাজ করেন। এই বালি তোলার। প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫টি নৌকো নদী বক্ষ থেকে তুলে আনেন বলি প্রকাশ্যে দিবালোকে। কিভাবে চলে এই বালি ব্যবসা?
ক্যামেরার সামনে অকপট স্বীকারোক্তি শ্রমিকদের, পুলিশ প্রশাসন ও বন দফতরকে কিছু দিয়ে তারা ব্যবসা করছেন। যদিও মহকুমা শাসক সুমন পোদ্দার অভিযোগ পাওয়ার পরেই তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বেআইনিভাবে নদী বক্ষ থেকে বালি তোলার কোন নিয়ম নেই বলেই জানান তিনি।

Spread the love