সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের উদ্যোগে মালদায় ঋণ প্রদান অনুষ্ঠানের আয়োজন

সংবাদ সারাদিন, মালদা: সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের উদ্যোগে ঋণ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল মালদা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী জনাব মোঃ গোলাম রাব্বানী, এছাড়াও উপস্থিত রয়েছেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলার জেলাশাসক রাজশ্রী মিত্র, সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো, মালদা জেলা তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি, বৈষ্ণব নগর বিধানসভার বিধায়িকা চন্দন হালদার ছিলেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ও সাবিনা ইয়াসমিন সহ অন্যান্যরা।

এদিন এই অনুষ্ঠানে সংখ্যালঘু মহিলা ও পুরুষদের হাতে বিভিন্ন স্কিনে লোনের টাকা তুলে দেন মন্ত্রী থেকে শুরু করে বিধায়কেরা। দফতরের দায়িত্ব পেয়ে প্রথম মালদা জেলা থেকে এই ঋণ প্রদান শুরু করলেন মন্ত্রী জনাব মোহাম্মদ গোলাম রাব্বানী। আজকে মোট ২৭৭ টি গ্রুপে মোহর ৩০৭৮ জনকে ঋণ দেওয়া হয়। যার মূল্য ৭.১৭ কোটি টাকা।

Spread the love