সারের কালোবাজারি রুখতে ময়দানে নামল তপন ব্লক কৃষি দফতর

সংবাদ সারাদিন, তপন: সারের কালোবাজারি রুখতে শক্ত হাতে ময়দানে তপন ব্লক কৃষি দফতর। সোমবার বিকেলে তপন ব্লক সহ কৃষি অধিকর্তা অমিত বিশ্বাস এবং তার টিম সারের কালোবাজারী রোধে বেরিয়ে পড়েন তপনের হযরতপুর অঞ্চলে। ওই গ্রাম পঞ্চায়েতের শালাস সহ বিভিন্ন সারের দোকানে অভিযান চালানো হয় এদিন।

গত কয়েকদিন ধরেই তপন ব্লক কৃষি দফতরের তরফে তপন ব্লকের বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে এই অভিযান। সেই মতো অভিযান চালিয়ে গত কয়েকদিনে ৬ জন এবং আজ সোমবার দুইজন মোট ৮ জন সারের দোকান দারকে শোকজ করা হয়। উল্লেখ্য, রবি মরসুমে কৃষকদের কাছে প্রচুর চাহিদা থাকে রাসায়নিক সারের। এদিকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেকটা বেশি দামে সার কিনতে হচ্ছে এমনটাই অনেক কৃষক অভিযোগ করেছেন তপন ব্লক সহ কৃষি অধিকর্তার নিকট।

সেই মতো তপন ব্লক কৃষি দফতরের তরফে চালানো হচ্ছে সারের দোকানগুলোতে অভিযান। সোমবারেও বিকেল থেকেই অভিযান চালানো হয় তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সারের দোকানগুলোতে। এদিন ২ জনকে ধরে গত কয়েকদিনে মোট ৮ জনকে শোকজ করা হয়।

Spread the love