সাপ্তাহিক হাটে অসতর্ক মানুষকে শায়েস্তা করতে কড়া হাতে অভিযানে মানিকচক থানার পুলিশ

সংবাদ সারাদিন, মালদা: সাপ্তাহিক হাটে অসতর্ক মানুষকে শায়েস্তা করতে কড়া হাতে অভিযান চালাল মানিকচক থানার পুলিশ। মালদা জেলার মানিকচক থানার আইসি অক্ষয় পালের নেতৃত্বে পুলিশ বাহিনী মথুরাপুরের সাপ্তাহিক শনিবার হাটে চালায় ধরপাকড়, প্রায় ১০ জন ক্রেতা-বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশের দল। শনিবার মানিকচকের মথুরাপুর সাপ্তাহিক হাটে চলে পুলিশের অভিযান। মাক্স ছড়া হাটে আসা মানুষদের ধরপাকড় করে পুলিশ বাহিনী।

উল্লেখ্য, মানিকচকের মথুরাপুর হাট মালদা জেলার মধ্যে অন্যতম বড় হাট। যেখানে জেলা তথা পার্শ্ববর্তী রাজ্য ঝারখান্ড থেকেও প্রচুর মানুষ জিনিসপত্র কেনা বেচার জন্য এই হাটে আসেন। রাজ্য তথা জেলায় যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তাতে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। হাটে একসাথে এত মানুষের জমায়েত হওয়ায় সংক্রমণ আরও বাড়তে পারে বলে তৎপরতা প্রশাসনের। শনিবার পুলিশের তরফ থেকে মাক্স বিহীন মানুষদের ধরপাকড় অভিযানের পাশাপাশি হাটে আসা মানুষদের সচেতন করতে মাইকিং এর মাধ্যমে প্রচার চালানো হয় পুলিশের পক্ষ থেকে। প্রশাসনিক নির্দেশ অমান্য করলে ওরা ব্যবস্থা গ্রহণ করা হবে তা আবারও স্পষ্ট করল জেলা পুলিশ।

Spread the love