সংবাদ সারাদিন, বালুরঘাট: মুরগি খেতে গিয়ে ধরা খামারে ধরা পড়ল একটি গন্ধগোকুল। রবিবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলির একটি মুরগির খামার বিরল প্রজাতির গন্ধগোকুলটি নজরে আসে। বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় বালুরঘাট পৌরসভার কর্মী তথা পশুপ্রেমীদের। এরপর গন্ধগোকুলটি হিলি থেকে উদ্ধার করে সোমবার দুপুরে তা বালুরঘাট বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। আগামীকাল ওই গন্ধগোকুলটিকে রায়গঞ্জের কুলিক ফরেস্টে ছেড়ে দেওয়া হবে বলে বালুরঘাট বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা গেছে, প্রথমে স্থানীয়রা ভেবেছিল শিয়াল মুরগী খাবারের জন্য খামারে ঢুকেছে। শিয়াল ভেবেই প্রথমেই ওই পশুটিকে আটকে রাখে স্থানীয়রা। পরে ভালো করে দেখে বোঝা যায় আটক পশুটি শিয়াল নয়। এরপরই খবর দেওয়া হয় বালুরঘাট বন দপ্তর ও পৌরসভাকে। ঘটনাস্থলে পৌরসভার কর্মীরা এলে স্থানীয়রা জানান আটক পশুটি শিয়াল নয়, সেটি গন্ধগোকুল। অনেকটা শিয়ালের মতই দেখতে। পরে খাঁচা করে গন্ধগোকূলটিকে উদ্ধার করে আজ বন্ধ হাতে তুলে দেওয়া হয়।