বালুরঘাটের বিশিষ্ট চিকৎসক প্রয়াত রামেন্দু ঘোষের স্মৃতিতে বই প্রকাশ করল বালুরঘাটের প্রত্যুষ ও সকাল

সংবাদ সারাদিন, সুজয় সরকার, বালুরঘাট: বিশিষ্ট চিকৎসক প্রয়াত রামেন্দু ঘোষের স্মৃতিতে বই প্রকাশ করল বালুরঘাটের প্রত্যুষ ও সকাল। ‘স্মৃতিতে ডা: রামেন্দু ঘোষ’ বইটির আনুষ্ঠানিক প্রকাশকে সামনে রেখে বালুরঘাট ১৯২৮ ক্লাব প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বই প্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বালুরঘাটের বিশিষ্ট চিকিৎসক দেবব্রত ঘোষ বলেন ‘ডা: রামেন্দু ঘোষের সঙ্গে আমার গভীর আত্মিক সম্পর্ক ছিল। বিভিন্ন কাজে বিশেষ করে সমাজসেবার মত বিভিন্ন ক্ষেত্রে রামেন্দু ঘোষের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ডা: রামেন্দু ঘোষের অকালপ্রয়াণ সমাজের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি।’

এ প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষে প্রত্যুষের সম্পাদক কৃষ্ণপদ মণ্ডল বলেন, ব্যক্তি মানুষ হিসেবে ডা: রামেন্দু ঘোষ যে একজন বেতিক্রমী মানুষ ছিলেন বইটির বিভিন্ন লেখকের লেখনীতে সেরকম একাধিক অজানা বিষয় উত্থাপিত হয়েছে। ৯৬ পৃষ্ঠার এই বইটিতে ৩৯ জন লেখকের লেখনীতে প্রয়াতঃ চিকিৎসক রামেন্দু ঘোষের সমাজসেবা মূলক কাজের বিভিন্ন দিক, ট্রাকিং, দাদাগিরিতে অংশগ্রহণ, খেলাধুলার মতো বিভিন্ন বিষয় উঠে এসেছে।

Spread the love