অবৈধ ভাবে মাটি পাচারকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ? সামসিতে আহত ৭, ঘর ছাড়া ৪ পরিবার

সংবাদ সারাদিন, মালদা: সরকারি জলাশয়ের মাটি অবৈধ ভাবে কেটে পাচার। আর এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আহত ৭ জন। একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘর ছাড়া চার পরিবার। ঘটনাস্থলে পুলিশ। তীব্র উত্তেজনা এলাকায়। মাটি পাচারকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মালদহের সামসি পিন্ডলতলা এলাকা। রবিবার সকালের ঘটনা। এলাকায় একটি ১৪ বিঘার সরকারি বিল রয়েছে। তার চারপাশে বাসিন্দাদের জমি রয়েছে। সেখান থেকে মাটি কেটে তা বিক্রি করা হচ্ছিল। তৃণমূলের কর্মীদের দাবি স্থানীয় এক সদস্যের নেতৃত্বে ওই মাটি পাচার হচ্ছিল বলে অভিযোগ।

তৃণমূলের বেশ কিছু নেতা প্রত্যক্ষ ভাবে এই অবৈধ মাটি পাচারের সঙ্গে যুক্ত। এর মধ্যে কয়েক হাজার ট্রাক্টর মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। এর আগে বাসিন্দাদের বাধায় মাটি কাটা বন্ধ হয়ে যায়। কিন্তু এদিন বাইরের দুষ্কৃতীদের নিয়ে তৃণমূলের ওই সদস্য বাসিন্দাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। অভিযোগ, তাদের হাতে বোমা ও আগ্নেযাস্ত্র ছিল। বাসিন্দাদের আটকে রেখে মারধর করায় বেশ কয়েকজন জখম হয়েছেন। তাদের সামসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই এলাকায় যায় পুলিশ। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে জানা গিয়েছে।

Spread the love