বাঙালপুরে পুকুর থেকে উদ্ধার প্রাচীন নারায়ণের শিলা মুর্তি

সংবাদ সারাদিন, বাগনান: পুকুর খনন করতে গিয়ে মাটির নিচে থেকে উদ্ধার হল আনুমানিক চার ফুট উচ্চতার একটি প্রাচীন নারায়ন শিলা মুর্তি। বুধবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাগনান ১ নং ব্লকের বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের ওলনপাড়ায়‌ ইতিমধ্যে প্রাচীন এই শিলা মুর্তি কে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে গত দুই তিনদিন ধরে ওলনপাড়ায় একটি পুকুরের মাটি কাটার কাজ চলছিল। বুধবার সকালে সেই রকম জেসিবি মেশিন দিয়ে মাটি কাটার সময় চালক একটা আওয়াজ শুনতে পান ‌চালক মাটিকাটা বন্ধ করে দেওয়ার পর স্থানীয় বাসিন্দারা মাটির নিচে প্রাচীন শিলা মুর্তি দেখতে পায়। পরে তারা মূর্তি থেকে উদ্ধার করে নিয়ে আসে।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য মূর্তিটি বহু প্রাচীন। আবে মূর্তিটি এখানে এলো সেটা নিয়ে ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়েছে। এদিকে মূর্তিটি উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা সেটিকে পরিষ্কার করে পূজা-অর্চনা শুরু করে দিয়েছেন। মূর্তি উদ্ধার প্রসঙ্গে বাগনান ১ নং ব্লকের বিডিও অভিষেক দাস জানান ইতিমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে

Spread the love