সরকারি জায়গা দখল করে হিলিতে তৈরি হল তৃণমূলের পার্টি অফিস, সরব বিরোধীরা

সংবাদ সারাদিন, হিলি: সরকারি জায়গা দখল করে তৈরি হয়েছে তৃণমূলের কার্যলয়। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার তিওর পল্লী পাঠাগারের সরকারি জায়গা দখল করে শাসকদলের পার্টি অফিস। ঘটনায় প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলে সরব বিরোধীরা। তবে ব্লক প্রশাসনের তরফে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠিয়েছে আধিকারিকরা। কিন্তু কী করে সরকারি জায়গা দখল করে তৃণমূল দলী কার্যালয় নির্মাণ করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। যদিও বিষয়টি জানা নেই বলেই জানিয়েছেন মহিলা তৃণমূল সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী। অন্যদিকে এনিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি হলে ব্লক প্রশাসনের।

জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের বিনশিরা পঞ্চায়েতের তিওর উচ্চমাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি পল্লী পাঠাগার রয়েছে। পাঠাগারের পিছনেই হিলি পুলিশের ফাঁড়ি রয়েছে। পাঠাগারের চারপাশেই পাঠাগারের নিজস্ব ফাঁকা জায়গা রয়েছে। অভিযোগ, কিছু দিন আগে হঠাৎই স্থানীয় তৃণমূলকর্মীরা পাঠাগারের জায়গা দখল করে দলী কার্যালয় নির্মাণ করে। বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়ে যায়। প্রশাসনের দ্বারস্থ হয় পাঠাগার কর্তৃপক্ষ। বিরোধী রাজনৈতিক দলগুলির স্থানীয় কর্মীরা সরব হলেও তেমন সাড়া মেলেনি। পরবর্তীতে ব্লক প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু কোনও পদক্ষেপ হয়নি বলেই অভিযোগ সকলের। যদিও তিওর এলাকায় একাধিক তৃণমূলের কার্যালয় রয়েছে। এই কার্যালয়টি করা তৈরি করেছে তা নিয়ে প্রকাশে কিছু বলতে চান নি।

Spread the love