রেলপথের কাজ পুনরায় চালুর দাবিতে সাধারণ মানুষের সাক্ষর সংগৃহিত দাবি পত্র বিজেপি সাংসদের হাতে প্রদান AISF ও AIYF-এর

সংবাদ সারাদিন, ইটাহার: সিপিআই পার্টির ছাত্র যুব সংগঠনের তরফে কয়েক হাজার সাধারণ মানুষের সাক্ষর সংগৃহিত দাবি পত্র তুলে দেওয়া হল মঙ্গলবার উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর হাতে। জানা যায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ইটাহারের প্রাক্তন বিধায়ক ডঃ শ্রীকুমার মুখার্জীর নেতৃত্বে গাজোল, ইটাহার, রায়গঞ্জ, গুঞ্জুরিয়া রেলপথের থমকে থাকা কাজ পুনরায় চালুর দাবিতে আন্দোলনে নামে সিপিআই পাটির ছাত্র যুব সংগঠন AISF ও AIYF। আন্দোলনে নেমে সিপিআই ছাত্র যুব সংগঠনের নেতৃত্বরা শিবির করে আপামর সাধারণ মানুষের প্রায় ১৮ হাজার সাক্ষর সংগ্রহ করে। ফলে এদিন সেই সাক্ষর সম্মিলিত দাবিপত্র সিপিআই পার্টির ছাত্র যুব সংগঠনের এক দল প্রতিনিধি মালদহ জেলার উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর হাতে তুলে দেন।

মূলত, গাজোল-ইটাহার-গুঞ্জুরিয়া রেল প্রকল্প রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ইটাহারের প্রাক্তন বিধায়ক ডঃ শ্রীকুমার মুখার্জী নিজে জেলা তথা ইটাহার বাসীর স্বার্থে সেংসন করান। কিন্তু দীর্ঘ ১১ বছর ধরে বেঙ্গল টু বেঙ্গল এই রেল প্রকল্পের কাজ অজানা কারনে থমকে আছে। কোন দিন রাজ্য সরকার উদ্যোগ নেয় নি এই রেল প্রকল্প চালু করার। এমনকি গুগুলে ইটাহার জংশন থাকলেও বাস্তবে তার কোন অস্তিত্ব নেই। ফলে এই প্রকল্পের থমকে থাকা কাজ পূনরায় চালুর দাবিতে সিপিআই ছাত্র যুব সংগঠন AISF ও AIYF উদ্যোগ নিয়ে আজ তাদের দাবি পত্র উত্তর মালদার সাংসদের হাতে তুলে দেন।

এদিনের কর্মসুচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের যুব নেতা আকবর আলি, অমল রাজভর, ছাত্র নেতা মহম্মদ আসাদুল্লা, ইসানূল হক, সিপিআই নেতা মাইনূল হক, ভরত সরকার সহ অন্যান্যরা।

Spread the love