সাপ ও সর্পাঘাত বিষয় নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিমেল প্রোডাকশন সমিতির সদস্যরা

সংবাদ সারাদিন, বালুরঘাট: বিভিন্ন সময় দেখা যায় সাপে কাটলে পড়ে সেই রোগীকে হাসপাতালে না নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করতে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। এমনকি সঠিক প্রশিক্ষণ না থাকার পরও সাপ ধরতে যান। অনেকেই ক্ষেত্রেই দেখা যায় জীবনহানীর মত ঘটনা ঘটে। তাই সাপ ও সর্পাঘাত বিষয় নিয়ে সাধারণ মানুষদের সচেতন করতে এবার এগিয়ে এলো দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিমেল প্রোডাকশন সমিতির সদস্যরা। রবিবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া অনুষ্ঠান ভবনে একটি বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। পাশাপাশি বালুরঘাট বিএড কলেজেও একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের এই সচেতনতা শিবিরে হাজির ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: সুকুমার দে, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী, চিকিৎসক অভিজিৎ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্টজনরা। মূলত এদিন সাধারণ মানুষদেরকে সাপ ও সর্পাঘাত বিষয় নিয়ে সচেতন করা হয়। সাপে কাটলে কি করণীয় সেই সব তুলে ধরা হয়৷ এছাড়াও কোনরকম প্রশিক্ষণ ছাড়া সাপ ধরা উচিত নয়। কারণ প্রশিক্ষণ ছাড়া সাপ ধরতে গিয়ে অনেক জীবনহানির ঘটনাও ঘটেছে। তাই সাধারণ মানুষকে সর্বপ্রথম অবগত করা হয় সাপে কাটলে সোজা চলে যান হাসপাতালে। একটু সচেতন হলে পরে বাঁচতে পারে অনেক মানুষের জীবন।*

এবিষয়ে সমিতির জেলা সহ সভাপতি মনোজিত দে বলেন, কোনো জায়গায় সাপ উদ্ধারের খবর আসলে আমরা গিয়ে সাপ উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিয়ে।আমাদের এই বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নেওয়া আছে। কিন্তু অনেকেই প্রশিক্ষণ ছাড়াই সাপ ধরতে গিয়ে বিপদে পড়েন। যদিও প্রশিক্ষণপ্রাপ্ত অনেকের ভুল হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে যাওয়া উচিত। আমরা সাধারণ মানুষের কাছে আবেদন রেখেছি কোথাও সাপ দেখলে তাকে না মেরে আমাদের খবর দিলে আমরা যথাসম্ভব দ্রুত উদ্ধার করব।

Spread the love