পুকুরে মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত্যু নাবালিকার, শোকের ছায়া হিলিতে

সংবাদ সারাদিন, হিলি: গ্রামের সকলের সঙ্গে পুকুরে মাছ ধরতে নেমে ছিল বছর নয়ের একরত্তি মেয়েটি। কিন্তু মাছ ধরতে নামার কিছুক্ষণের মধ্যেই হলো চরম পরিনিতি। পুকুরে মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল তৃতীয় শ্রেণির এক নাবালিকার। মৃতার নাম মৌসুমি হাঁসদা। বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার অন্তর্গত বিনশিরা গ্রাম পঞ্চায়েতের তিওর বিনশিরা এলাকায়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হিলি থানার পুলিশ। পরে দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। শোকের ছায়া এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

জানা গেছে, বিনশিরা এলাকায় আজ সকালে স্থানীয় একটি পুকুরে গ্যাস দিয়ে মাছ ধরা হচ্ছিল। সেখানে গ্রামের সকলেই মাছ ধরতে নামে। অন্যদের দেখে মাছ ধরতে পুকুরে নামে মৌসুমিও৷ ছোট্টো হাতে মাছ ধরার চেষ্টাও করছিল। কিন্তু কিছু বাদে জলে তলিয়ে যায় সে। এদিকে সকলে মাছ ধরতে ব্যস্ত থাকায় মৌসুমির তলীয় যাওয়ার বিষয়টি নজরে আসেনি কারোরই। এদিকে মাছ ধরার সময় একজনের পায়ে কিছু লাগে। তখন সেটিকে তুলতে গেলে উঠে আসে মৌসুমির নিথর দেহ। এদিকে বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে৷ এদিকে মেয়ের মৃত্যু সংবাদে মাথায় বাজ ভেঙে পড়ার মত অবস্থা হয় হাঁসদা পরিবারের।

এবিষয়ে মৃত মৌসুমির বাবা সনাতন হাঁসদা জানান, মেয়ে অন্যদের দেখে বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে গেছিল। সেই সময় তলিয়ে যায়। অনেক পরে তার দেহ উদ্ধার হয়। তখন সব শেষ৷

এবিষয়ে মৃতের প্রতিবেশী নির্মল দাস বলেন, সকলের দেখাদেখি মৌসুমিও মাছ ধরতে নামে৷ কিন্তু কোন ভাবে সে তলিয়ে যায়। অনেক পরে পুকুরে মাছ ধরা অন্যদের পায়ে কিছু লাগে তখন উদ্ধার করতেই মৌসুমির দেহ উদ্ধার হয়। সকলে মাছ ধরার ফলে কেউ বুঝতেই পারেনি বিষয়টি৷

অন্যদিকে এবিষয়ে হিলি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে৷

Spread the love