সংবাদ সারাদিন, বালুরঘাট: বকেয়া মহার্ঘভাতা অবিলম্বে প্রদান করতে হবে, সমস্ত শূন্যপদে স্থায়ী নিয়োগ করতে হবে, চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণ সাপেক্ষে সম কাজে সম বেতন প্রদান করতে হবে, প্রতিহিংসাপরায়ণ বদলির আদেশনামা বাতিল করা সহ একাধিক দাবিতে আগামী ২০ ও ২১ মে কলকাতার রাজপথে আন্দোলনে নামবেন রাজ্য সরকারের কর্মচারীরা। তাই সেই আন্দোলনকে সামনে রেখে বুধবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল রাজ্য কো-অর্ডিনেশন কমিটির দক্ষিণ দিনাজপুর জেলা শাখার সদস্যরা।
কলকাতার সেই আন্দোলনের সমর্থনে এদিন টিফিন আওয়ারে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা। তাদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন বলে বিক্ষোভকারীরা সাফ জানিয়েছেন। এদিকে রাজ্য সরকারের কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয় জেলা প্রশাসনিক ভবন চত্বরে।