SSC দুর্নীতিতে মন্ত্রী পার্থ চ্যাটার্জি ও পরেশ অধিকারিকে গ্রেফতারের দাবিতে মিছিল ও বালুরঘাটে কুশপুতুল দাহ করল CPIM

সংবাদ সারাদিন, বালুরঘাট: এসএসসি দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। এই ঘটনায় সিবিআইয়ের পক্ষ থেকে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য নিজাম প্যালেসে তলব করা হয়েছে। এসএসসি নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে তা প্রকাশ্যে এসেছে৷ যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। আর এই দুর্নীতি আসতেই বিভিন্ন রাজনৈতিক দল সরব হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বালুরঘাটে সিপিআইএমের ১ নং এরিয়া কমিটির পক্ষ থেকে প্রাক্তন ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রীর গ্রেপ্তারের দাবিতে মিছিল বের করা হয়। শুধুমাত্র মিছিল নয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির কুশপুতুল দাহ করা হয় বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বরে। এদিন বালুরঘাটের সিপিআইএমের জেলা কার্যালয় থেকে মিছিলটি বের হয়। যা গোটা শহর পরিক্রমার পর বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে প্রাক্তন শিক্ষা মন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। পাশাপাশি প্রাক্তন ও বর্তমান দুই শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারের দাবি তোলা হয়। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে আগামী দিনে তারা বড় আন্দোলনে নামবে বলে সাফ হুশিয়ারি দিয়েছেন।

অন্যদিকে এদিন বিকেলে বুনিয়াদপুর বাসষ্ট্যান্ড এলাকায় সিপিএমের পক্ষ থেকে এসএসসি দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে গ্রেপ্তারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এছাড়াও বিভিন্ন এলাকায় নারী নির্যাতন যেভাবে বাড়ছে সেই জায়গা থেকে এদিন সিপিএমআইএমের পক্ষ থেকে ৩০ মিনিট প্রতীকী পথ অবরোধ করা হয়। এদিকে পথ অবরোধের জেরে আটকে পরে যান চলাচল। পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। শুরু হয় যান চলাচল।

Spread the love