বিশ্ব পরিবেশ দিবসে হরিরামপুর থানায় গাছ রোপণ June 5, 2022 by Sambad Saradin সংবাদ সারাদিন, হরিরামপুর: ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে হরিরামপুর থানায় গাছ রোপণ করা হয়। এদিন হরিরামপুর থানার আই সি বরুণ মিত্র সহ পুলিশ আধিকারিকরা থানা চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচি সফল করেন। এদিন প্রায় বিভিন্ন প্রজাতির ১৫ টি গাছ রোপণ করা হয়। Spread the love