সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৫ তম জন্ম জন্মজয়ন্তীতে রক্তদান শিবিরের আয়োজন ইটাহারে

সংবাদ সারাদিন, ইটাহার: সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৫ তম জন্ম জন্মজয়ন্তী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল রবিবার ইটাহারে। এদিন পশ্চিমবঙ্গ WBCS এক্সিকিউটিভ অফিসার’স অ্যাসোসিয়েশন এর উত্তর দিনাজপুর জেলা সংগঠনের উদ্যোগে এবং ইটাহার ব্লক প্রশাসনের সহযোগিতায় ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ইটাহার বিডিও অফিস চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির সূচনা করেন বিধায়ক মোশারফ হুসেন, মহকুমা শাসক অর্ঘ্য ঘোষ, বিডিও অমিত বিশ্বাস ও ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুস সামাদ। এছাড়াও উপস্থিত ছিলেন, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জাহেরুল ইসলাম, বিশিষ্ট্য সমাজসেবী কার্তিক দাস, পলাশ রায়, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধান প্রশান্ত সরকার, সুফিয়া খাতুন, চিন্ময় দাস, আফতারুল ইসলাম সহ অন্যান্যরা।

মূলত, বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম দিবসকে স্মরণ করতে সমগ্র রাজ্যের প্রত্যেকটি জেলার পাশাপাশি আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও ইসলামপুর এর পাশাপাশি পশ্চিমবঙ্গ WBCS এক্সিকিউটিভ অফিসার’স অ্যাসোসিয়েশন উত্তর দিনাজপুর জেলা সংগঠনের তরফে ইটাহারেও স্বেচ্ছায় রক্তদান শিবির করা হচ্ছে। এদিন রক্ত দান শেষে প্রত্যেক রক্তদাতাদের হাতে ১টি করে চারাগাছ ও স্মারক তুলে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এই শিবিরে প্রশাসনিক আধিকারিক সহ সাধারণ মানুষ মিলিয়ে ৬০ জন রক্তদাতা রক্তদান করেন জন রক্তদাতা রক্তদান করেন।

Spread the love