সংবাদ সারাদিন, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু বিষুই। রবিবার সন্ধ্যায় তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন “চেয়ারম্যান ডি পি এস সি থেকে নিজেকে সরিয়ে নিলাম এবং রেজিগনেশন দিলাম।” তবে ঠিক কেন ইস্তফা দিলেন তিনি, তার উত্তর পাওয়া যায়নি। তবে সমর্থিত সূত্রে খবর, ব্যক্তিগত কারণে তিনি সরিয়ে নিয়েছেন নিজেকে ওই পদ থেকে। কৃষ্ণেন্দু বিশুইকে একাধিকবার ফোন করা হলেও তিনি কোন উত্তর দেন নি।
তবে তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি বলেন, “শুনেছি সোশ্যাল মিডিয়ায় ইস্তফার কথা লিখেছেন। ঠিক কেন ইস্তফা দিলেন সে ব্যাপারে খোঁজ নেওয়া হবে।” ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ওই পদে বসেছিলেন কৃষ্ণেন্দু বিশুই। চন্দ্রকোনা রোডের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।