সংবাদ সারাদিন, বালুরঘাট: দীর্ঘ দু’মাস গরমের ছুটির পর সোমবার রাজ্যের বিভিন্ন স্কুল খুলল। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার প্রাথমিক ও হাই স্কুল খুলেছে। এদিকে দীর্ঘদিন পর স্কুল খোলায় আনন্দের সঙ্গে স্কুলে আসতে দেখা যায় পড়ুয়াদের। স্কুলের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা পাওয়ার পাশাপাশি স্কুলের ক্লাসরুম আবার ফিরে পেয়েছে পড়ুয়ারা।
প্রসঙ্গত, করোনার জন্য আগেই প্রায় দু’বছর স্কুল কলেজ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তারপর করোনার প্রকোপ কমাতে মাস দুয়েক আগে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খোলে। কিন্তু স্কুল খোলার পরে তীব্র তাপদাহে জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্কুল বন্ধের নির্দেশ দেয়। স্কুল বন্ধের মধ্যেই ফের স্কুল বন্ধের সময় বারিয়ে দেওয়া হয়। অবশেষে প্রায় দু’মাস পর খুলল স্কুল৷ প্রথম দিনে বিভিন্ন স্কুলে পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
এদিন বালুরঘাট আদর্শ হাইস্কুলেও পড়ুয়াদের উপস্থিতি ছিলে চোখে পড়ার মত। স্কুল খোলার আগেই স্কুল ভবন পরিস্কার করানো হয়৷ এমনকি স্কুল চত্বরও পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। সরকারি নির্দেশ মেনেই স্কুল খোলা হয়েছে বলে বালুরঘাট আদর্শ হাই স্কুলের প্রধান শিক্ষিক জানিয়েছেন।