সংবাদ সারাদিন, মালদা: গঙ্গা নদীর পারে ব্যাপক ভাঙন, মুহূর্তের মধ্যে নদী গর্ভে তুলে যাচ্ছে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার সকাল থেকে এমন ভাঙনে তীব্র আতঙ্ক ছড়ালো মালদার মানিকচক ব্লকের নারায়নপুর এলাকা জুড়ে। ঘটনায় নদীর তীরবর্তী পরিবারগুলি বাড়িঘরের মূল্যবান সমভূমি নিয়ম সরে যাওয়ার তরজোড় শুরু করেছে। পাথর দিয়ে বাধানো এলাকা মুহুর্তের মধ্যে তলিয়ে যাওয়ায় বছর ওপর বছর ধরে প্রশাসন নজর না দেওয়ার কারণে ভাঙন বলে ক্ষোভ এলাকাবাসীর।
মানিকচকের নারায়ণপুরের পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী। নদীর তীরবর্তী এলাকা পাথর দিয়ে বাঁধানো হয়েছিল কেন্দ্রে কংগ্রেস সরকারের আমলে। বৃহস্পতিবার সকাল থেকে পাথর বাঁধানো এলাকা ধ্বস নামতে থাকে। বিস্তীর্ণ এলাকা জুড়ে ক্রমাগত ভাঙনে বাঁধের কাছে এসে পৌঁছেছে নদী। তীব্র আতঙ্কে থাকা নদীর তীরবর্তী পরিবারগুলি বাড়ির মূল্যবান সামগ্রী নিয়ে অন্যত্র সরে যেতে তৎপরতা শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ বহু বছর ধরে প্রশাসন জনপ্রতিনিধিরা এই সমগ্র এলাকায় সঠিক নজর না দেওয়ার কারণে এমন ভাঙ্গন শুরু হয়েছে।
পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সেচ দপ্তরের আধিকারিক, ব্লক প্রশাসনের আধিকারিক গোটা এলাকা পরিদর্শন করেন। জেলা সেচ দপ্তরের আধিকারিক আজিজুর রহমান জানান,উচ্চ আধিকারিকদের জানিয়ে জরুরি পরিস্থিতিতে কি ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।