বালুরঘাটে পুজো উদ্যোক্তাদের নিয়ে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক

বালুরঘাট, ২২ আগস্ট: আসন্ন দুর্গা পুজাকে কেন্দ্র করে সোমবার বিকেলে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়াল ভাবে প্রতিটি জেলার প্রশাসনিক আধিকারিক ও পুজো উদ্যোক্তাদের নিয়ে বিশেষ বৈঠক করলেন৷ অন্যান্য জেলার পাশাপাশি এদিন দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি ব্লকে আধিকারিকরা ভার্চুয়াল ভাবে বৈঠকে অংশগ্রহণ করেন৷ এদিন জেলার মূল বৈঠকটি অনুষ্ঠিত হয় বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়াতে৷ যেখানে হাজির ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত পুলিশ সুপার মহঃ নাসিম, অতিরিক্ত জেলা শাসক তুষার শিমলা, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী, জেলা পরিষদের সহকারী সভাধিপতি ললিতা টিগগ্যা, সদর মহকুমা শাসক সুমন দাসগুপ্ত সহ অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা৷ এছাড়াও বৈঠকে হাজির ছিলেন বালুরঘাট শহরের পুজো উদ্যোক্তারা৷

মূলত আগামী দুর্গা পুজো কি ভাবে আয়োজন করতে হবে কি কি নির্দেশিকা মেনে চলতে হবে, সেই সব বিষয় নিয়ে বলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও অন্যান্য বারের মত এবারেও পুজো উদ্যোক্তাদের সরকারের পক্ষ থেকে সাহায্য করা হবে। তবে এবার ৫০ হাজার অনুদান বাড়িয়ে ৬০ হাজার টাকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বিদ্যুৎ বিলেও গত বছরের তুলনায় ১০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন মমতা৷ এবার দুর্গা পূজা শুরু হবে মহালয়ার আগের দিন থেকেই৷ ১ সেপ্টেম্বর দুর্গা পুজা নিয়ে বর্ণাঢ্য র‍্যালি করা হবে কলকাতায়৷ এদিকে গত বছর দক্ষিণ দিনাজপুর জেলার মোট ৪৬৬ জন পুজো উদ্যোক্তাকে সরকারি অনুদান দেওয়া হয়েছে। এবার যেভাবে আবেদন করা হবে প্রশাসনের কাছে সেভাবেই অনুদান এর ব্যাপারটি দেখা হবে বলে জেলা শাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন।

Spread the love