রায়গঞ্জে অনুষ্ঠিত হল শারদোৎসব স্বীকৃতির শোভাযাত্রা

সংবাদ সারাদিন, রায়গঞ্জ: বাঙালির শ্রেষ্ঠ শারদোৎসব দুর্গা পুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো৷ যা বাঙালির কাছে একটা বড় প্রাপ্তি৷ এই ঐতিহ্যকে সামনে রেখে বৃহস্পতিবার রাজ্য জুড়ে পদযাত্রার আয়োজন করা হয় রাজ্য প্রশাসনের উদ্যোগে৷ এদিন উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরেও অনুষ্ঠিত হয় শারদোৎসব স্বীকৃতি স্বরূপ শোভাযাত্রা। রায়গঞ্জের বিভিন্ন ক্লাব ও সংগঠন মিলে মোট ১০০টি দল শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

বর্নাঢ্য এই শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা বিষয়ক মন্ত্রী গোলাম রব্বানি, রাজ্য বিধানসভার পি এ সি’র চেয়ারম্যান তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী, উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, জেলা পুলিশ সুপার সানা আখতার সহ জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকগন। এদিনের শোভাযাত্রায় বিভিন্ন ক্লাব, স্বনির্ভর গোষ্ঠী ছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো।

Spread the love