সংবাদ সারাদিন, মালদা: হবিবপুর থানার অন্তগত আইহো অঞ্চলের বাবুপাড়া এলাকায় মৌমাছির কামড়ে মৃত্যু হল সপ্তম শ্রেণীর ছাত্রের। ওই ছাত্র নাম সৌরভ দাস। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল চারটে নাগাদ স্কুল থেকে প্রায় চারটে নাগাদ বাড়ি ফিরে ওই বালক আরেক বালকে সঙ্গে নিয়ে খেলার ছলে বাড়ির পেছনে পুকুর পারে রয়েছে মৌমাছির চাক। সেই চাকে ঢিল ছোড়ে দুই বালক সেই সময় মৌমাছি তাদের পিছু করলে এক বালক জঙ্গলের মধ্যে লুকিয়ে যায় অপরজন পালাতে গিয়ে বারান্দায় পড়ে যায় সেই সময় সৌরভ নামে ওই বালকের উপরে ৫০ থেকে ৬০ টা মৌমাছি পিঠের উপরে কামড় দেয়।
ওই বালকের চিৎকার শুনে তার মা ছুটে আসে কোন বুদ্ধি না পেয়ে, কলপাড়ে গিয়ে জল ঢালতে থাকলে গ্রামের লোক দেখতে পেয়ে ছুটি আছে তড়িঘড়ি তাকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা চলাকালীন প্রায় একটা নাগাদ ওই বালকের মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে মৃতদেহটি হবিপুর থানার পুলিশ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। পুলিশ সুত্রে জানা গিয়েছে বালকের নাম সৌরভ দাস বয়স ১২ বছর। বাবার নাম শংকর দাস পেশায় রাজমিস্ত্রি। ওই বালকে মৃত্যুতে গোটা এলাকা সহ আইহো উচ্চ বিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া।