সংবাদ সারাদিন, হরিরামপুর: দুই নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক পৌঢ়ের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতে ওই পৌঢ়কে বেধড়ক মারধর করে ক্ষুব্ধ গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই পৌঢ়কে উদ্ধার করে প্রথমে হরিরামপুর গ্রামীণ হাসপাতাল ও পরে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এদিকে অভিযোগ পেতেই পুলিশ মামলা শুরু করেছে। অভিযুক্ত ওই পৌঢ়ের নাম জামিরুদ্দিন মিয়াঁ(৫৬)। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুন্ডরী গ্রাম পঞ্চায়েতের বেনাইল এলাকায়।

জানা গেছে, গতকাল বিকেলে হরিরামপুর থানার বেনাইল এলাকায় মাঠে ঘাস কাটতে গেছিল ওই এলাকার আট ও নয় বছর বয়সী দুই নাবালিকা৷ সেখানেই পাশে কাজ করছিল জামিরুদ্দিন মিয়াঁ। অভিযোগ, সন্ধ্যা হওয়ার মুখে ওই দুই নাবালিকাকে জোর করে মাঠে ভেতরে টেনে নিয়ে যায়৷ এবং তাদের সঙ্গে অশালীন আচরণ করেন। এমনকি ধর্ষণ করার চেষ্টা করেন৷ ঠিক এমন সময় দুজনের মধ্যে এক নাবালিকা ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে চিৎকার করে। সেই আওয়াজে ঘটনাস্থলে ছুটে আসে গ্রামবাসীরা। এরপর অভিযুক্ত ব্যক্তিকে মিশন মোড় কুশাডাঙা এলাকায় ধরে ফেলে গণপ্রহার দেয়৷ এদিকে এই খবর পেয়েই তড়িঘড়ি ওই এলাকায় যায় হরিরামপুর থানার পুলিশ। এবং ওই ব্যক্তিকে ক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে আসে। প্রথমে তাকে হরিরামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এদিকে এনিয়ে গতকাল রাতে চাপা উত্তেজনা তৈরি হয় পুন্ডরী এলাকায়৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি নাবালিকা দুজনের শারিরীক পরীক্ষাও করা হবে বলে জানা গেছে।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা মহঃ রফিক বলেন, গতকাল ওই ব্যক্তি দুই নাবালিকাকে মাঠে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তাকে ক্ষুব্ধ জনতা গণপ্রহার করে। পরে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়। এবং হাসপাতালে ভর্তি করে।
অন্য দিকে এবিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে বলেন, গতকাল রাতে হরিরামপুরে একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় রাতেই অভিযোগ দায়ের হয়৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে। এলাকা এখন শান্তিপূর্ণ রয়েছে।