জেলা প্রশাসন ও সিনির উদ্যোগে হরিরামপুরে অনুষ্ঠিত হল সচেতনতামূলক কর্মশালা

সংবাদ সারাদিন, হরিরামপুর: দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন এবং চাইল্ড ইন নিড ইনস্টিটিউট (সিনি) এর উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার ঝুঁকি পূর্ণ এলাকাগুলিতে সচেতনতামূলক কর্মশালা করা হয়। এদিন তার অঙ্গস্বরূপ হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত অফিসের প্রাঙ্গনে অনুষ্ঠিত হল একটি কর্মশালা। সেই কর্মশালায় শিশুর অধিকার, শিশু নির্যাতন, শিশু পাচার, বাল্যবিবাহ রোধের সাথে গ্রাম স্তরীয় শিশু সুরক্ষা কমিটি (ভি এল সি পি সি) বিষয়েও সবিস্তরে আলোচনা করা হয়। যার উদ্দেশ্য হল দক্ষিণ দিনাজপুর জেলাকে ২০২৫ সালের মধ্যে বাল্যবিবাহ মুক্ত করা এবং শিশুদের সুরক্ষা সুনিশ্চিত করা যায়।

এদিনের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিরামপুর ব্লকের আধিকারিকগণ, সিনির স্যাগ কেপি প্রোগ্রামের জেলার কোঅর্ডিনেটর বিনয় ভট্টাচার্য, স্যাগ কেপি প্রোগ্রামের সমস্ত কর্মীবৃন্দ, গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য সদস্যরা, অঙ্গনওয়াড়ি, দিদিমণি ও আইসিডিএসের সুপারভাইজার। সকলের উপস্থিতি ও সম্মতিক্রমে এদিনের এই অনুষ্ঠান সাফল্যমন্ডিত হয়।

Spread the love