আগুনে পুড়ে গেল হিলি চৌদ্দ হাত কালি প্রতিমা, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

সংবাদ সারাদিন, হিলি: আগুনে পুড়ে গেল দক্ষিণ দিনাজপুর জেলার হিলি চৌদ্দ হাত কালি প্রতিমা। রবিবার ভোরে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভাতে হাত লাগায় স্থানীয়রা। এদিকে এখনো আগুন নেভানোর কাজ চলছে। তবে কি ভাবে আগুন লাগল তা নিয়ে ধন্দে স্থানীয়রা৷ অন্যান্যবার সিসিটিভি থাকলেও এবার নেই সিসিটিভি। যা নিয়ে উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত, গত ২৩ তারিখ হিলি পশ্চিম আপতৈরে শুরু হয় ১৪ হাত কালি পুজো। পুজোকে কেন্দ্র করে বসে বিশাল মেলা। সাত দিন ধরে চলে পুজো ও মেলা। সীমান্তবর্তী এলাকায় পুজো হওয়ায় বাংলাদেশ থেকেও পুণ্যার্থী আসে৷ আজ ভোর ৪ টে নাগাদ হঠাৎই আগুন লেগে যায় প্রতিমাতে। কিছুক্ষণের মধ্যই দাউদাউ করে জ্বলে ওঠে গোটা প্রতিমা। বিষয়টি নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়৷ তবে কি ভাবে আগুন লাগল তা নিয়ে ধন্দে স্থানীয়রা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিশ ও দমকলকর্মীরা।

Spread the love