রাজ্য স্তরের কলা উৎসবে একক নাটক প্রতিযোগিতায় দ্বিতীয় বালুরঘাটের সোহম সাহা

সংবাদ সারাদিন, সুজয় সরকার, বালুরঘাট:
রাজ্য স্তরের কলা উৎসবে একক নাটক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেল বালুরঘাট টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র সোহম সাহা। এ ধরনের সাফল্যে স্বভাবতই খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সহ শহরের নাট্যপ্রেমী মানুষ।

বালুরঘাটের বেলতলা পার্কের বাসিন্দা সোহম। এর আগে জেলা স্তরের একক নাটক প্রতিযোগিতায় প্রথম হয়ে কলকাতায় রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার সুযোগ পেয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে ১ ডিসেম্বর কলকাতার সল্টলেকের ইস্টার্ন জোন কালচারাল সেন্টারে রাজ্য স্তরের কলা উৎসবে একক নাটক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল। নাটকে বীর শহীদ স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম চরিত্রে বিশেষ অভিনয় দক্ষতার পরিচয় রেখে সোহম রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তবে প্রতিযোগীতায় প্রথম হতে না পারলেও নিজের দ্বিতীয় স্থান নিয়েই দারুন খুশি সোহম।

এ প্রসঙ্গে নিজের বক্তব্য রাখতে গিয়ে সোহম বলে “জীবনে প্রথমবার নাট মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করাটা আমার কাছে একেবারেই সহজ ছিলনা। সেক্ষেত্রে বাবা মা আমাকে বরাবর উৎসাহ ও সাহস জুগিয়েছে । তবে এ ব্যাপারে আমার নাট্য গুরু বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অমিত সাহা আমাকে নাট্যাভিনায়ের প্রস্তুতি নিতে বিশেষভাবে সাহায্য করেছেন। তিনি নাট্যাভিনায়ের জন্য প্রয়োজনীয় কলা কৌশল সম্পর্কিত খুঁটিনাটি বিষয়ে তালিম দিয়েছিলেন।

এ প্রসঙ্গে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অমিত সাহা বলেন, নাটকের ক্ষেত্রে বালুরঘাটের একটা বিশেষ সুনাম আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সোহম নাটকের একজন শিক্ষানবিশ হয়েও রাজ্য স্তরের প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করতে পেরেছে, সেটা বালুরঘাটের মতো নাটকের শহরের ক্ষেত্রে নিঃসন্দেহে একটা আশাব্যাঞ্জক খবর। সোহমের পারিবারে একটা সাংস্কৃতিক পরিবেশ রয়েছে। সোহমও নাটক নিয়ে যথেষ্ট উৎসাহ দেখিয়েছে। আমি মনে করি সোহমের মতো এ প্রজন্মের নতুন ছেলে মেয়েরাও যে নাটক নিয়ে আগ্রহ দেখাচ্ছে, সেটা আগামী দিনে বালুরঘাটের নাটকের ক্ষেত্রেকে আরো প্রসারিত করতে সাহায্য করবে।

এ প্রসঙ্গে বালুরঘাট টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের অধ্যক্ষ এস পি সিনহা বলেন রাজ্য স্তরের কলা উৎসব প্রতিযোগিতার একক নাটক অভিনয়ে আমাদের স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সোহম সাহা দ্বিতীয় স্থান পাওয়ায আমরা প্রত্যকে দারুন খুশি হয়েছি। আশা করছি আগামী দিনে পড়াশোনার পাশাপাশি সোহম নাট্যাভিনয়ের বৃহত্তর ক্ষেত্রে আরো সুনাম অর্জন করবে।

Spread the love