বাইক চুরি করতে এসে হাতেনাতে ধরা পরল যুবক, চাঞ্চল্য বালুরঘাটে

সংবাদ সারাদিন, বালুরঘাট: ভর সন্ধ্যায় থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্ব মোটর বাইক চুরি করতে এসে হাতেনাতে ধরা পরল এক যুবক। শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ বালুরঘাট থানার সংলগ্ন বিদ্যুৎ দপ্তরের অফিসে ঘটনাটি ঘটে। মোটর বাইক চুরির চেষ্টা করতেই তাকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। এরপর উত্তেজিত জনতা তাকে গণ ধোলাই দেয়৷ এদিকে চোর ধরা পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ ওই যুবককে থানায় উদ্ধার করে নিয়ে যায়৷ থানা চত্বরে মোটর বাইক চুরির চেষ্টার বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ধৃত যুবকের নাম পরিচয় জানার পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ৷

প্রসঙ্গত, বালুরঘাট থানা সংলগ্ন এলাকায় বিদ্যুৎ দপ্তরের একটি বিল জমা দেওয়ার কেন্দ্র রয়েছে। সেই বিদ্যুৎ দপ্তরের এক কর্মী প্রতিদিনের মত এই দিনও নিজের মোটর বাইকটি বাইরে রেখে অফিসে ঢুকে নিজের কাজ করতে থাকে। হঠাৎ করেই ওই বিদ্যুৎ দপ্তরে কর্মীকে পাশে থাকা এক দোকানের মালিক বলে তার বাইক যেন কেউ একজন হাটিয়ে নিয়ে যাচ্ছে। এরপরে ওই বিদ্যুৎপত্তরের কর্মী সহ স্থানীয়রা এসে ওই বাইক চোরকে হাতেনাতে ধরে ফেলে। এরপর তাকে গণ ধোলাই দেয়। পরে বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃত যুবককে। ওই যুবকের বাড়ি বালুরঘাট শহরের তুরিপাড়া এলাকায় বলে প্রাথমিক ভাবে জানা গেছে। ধৃত যুবকের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

Spread the love