বেআইনিভাবে নদী থেকে বালি তোলার অভিযোগে বাজেয়াপ্ত ২১টি গাড়ি

সংবাদ সারাদিন, ঝাড়গ্রাম: পোখলেন দিয়ে দেদার বালি তোলা চলছে নদীর পাড়েই। সারি দিয়ে লম্বা লাইন আঠাঙ্গি বালি ঘাটে ঠিক তখন বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসডিপিও কৃষ্ণগোপাল মিনা পৌছে যান। পালানোর আর তখন কোনো রাস্তা নেই। আাটক করা হয় বেআইনি বালি বোঝাই লড়ি, পোখলেন সব। মুখ্যমন্ত্রী র সাবধান বার্তার পর ও খুব একটা কাজ হচ্ছিলো না। স্থানীয় নেতা ও প্রশাসনের একাংশে র মদতে বেআাইনি বালি পাচার হচ্ছিলো নিয়মিত। তা নিয়ে একাধিক বার গ্রামবাসীরা ক্ষোভ বিক্ষোভ ও দেখিয়েছেন। অবশেষে ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার এর নির্দেশে গোপীবল্লভ পুরের এসডিপিও টানা রেড শুরু করেন বালি খাদান গুলোতে।

আাজ সকাল থেকে সুবর্নরেখা নদীর বালি খাদন গুলো থেকে বেআইনি ভাবে বালি তোলার জন্য১১টি বালি বোঝাই লরি, ৮টি পকলেন ও ২টি ট্রাক্টর সহ মোট ২১ টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে SDPO জানান।
বেআইনি বালি কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে এনিয়ে পরপর পাঁচ টি জায়গায় রেড করে বেআইনি বালি সমেত বহু গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। টানা এই অভিযান এ কিছুটা থমকেছে বালি মাফিয়ারা।

Spread the love