আবাস যোজনার তালিকায় নাম না থাকায় মানিকচক ব্লক প্রশাসনে দ্বারস্থ গ্রামের মহিলারা

সংবাদ সারাদিন, মালদা: আবাস যোজনায় তালিকায় নাম না থাকায় ব্লক প্রশাসনের দ্বারস্থ গ্রামের মহিলারা। সোমবার মানিকচক ব্লক প্রশাসনিক ভবন চত্বরে পৌঁছে দাবি দেবার স্মারকলিপির প্রশাসনের কাছে তুলে ধরলেন গ্রামের বাসীরা। খতিয়ে দেখে তাদের আবাস যোজনা সঙ্গে যুক্ত করা হোক সেই দাবি গ্রামের মহিলাদের।

মানিকচক ব্লকের অন্তর্গত ফততেনগর গ্রামের শতাধিক মহিলা সোমবার মানিকচক ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়। তাদের দাবি, জরাজীর্ণ বাড়িতে তাদের বসবাস। সরকারিভাবে আবাস যোজনার ঘরের তালিকা বের হলেও তাদের নাম নেই। এমনকি গ্রামজুড়ে কোনরকম সার্ভেও হচ্ছে না। যারা পাওয়ার যোগ্য নয় তারাই যুক্ত হয়েছে। একাধিকবার তারাই পাচ্ছে। কিন্তু যারা পাওয়ার যোগ্য তাদের এই তালিকায় নাম নেই। তাই গ্রামের মহিলারা একত্রিতভাবে ব্লক প্রশাসনের কাছে দ্বারস্ত হয়েছেন। তাদের গ্রামজুড়ে সার্ভে করে তাদের আবাস যোজনা সঙ্গে যুক্ত করা হোক সে দাবি গ্রামবাসীদের। মিলিতভাবে গ্রামের মহিলারা একটি স্মারলিপি ব্লক প্রশাসনের কাছে জমা দেই।

প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, গ্রামবাসীদের যে সমস্ত দাবি অভিযোগ সমস্তটাই খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love