ডিজে মালিককে মারধরে মৃত্যুর ঘটনায় মানিকচক থানায় দ্বারস্থ জেলা ডেকোরেটর উনিয়ানের সদস্যরা

সংবাদ সারাদিন, মালদা: ধরমপুরে ডিজে মালিককে মারধরে মৃত্যুর ঘটনায় মানিকচক থানার পুলিশের দ্বারস্থ হল জেলা ডেকোরেটর উনিয়ানের সদস্যরা। ঘটনা দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে একটি স্মারকলিপীয় পুলিশ আধিকারিকদের তুলে দিলেন প্যান্ডেল লাইট বক্স ডেকোরেটর ইউনিয়নের সদস্যরা। বুধবার রাতে সরস্বতী বিসর্জনকে কেন্দ্র করে ডিজে বাজানো বিবাদে সংঘর্ষ ধরমপুর এলাকায়।সেই সংঘর্ষের জেরেই ব্যাপক মারধর করা হয় ডিজে মালিককে। ঘটনায় মৃত্যু ডিজে মালিকের। ঘটনায় মৃতের পরিবারের তরফে বৃহস্পতিবার মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে উত্তেজনা রয়েছে। মৃত যুবকের নাম পরিমল মন্ডল। মানিকচক থানার কালিন্দ্রী দামোদরপুর এলাকার বাসিন্দা।

জানা গেছে, ডিজের ব্যবসায় করতেন পরিমল। বিভিন্ন অনুষ্ঠানে ডিজে বক্স ভাড়া দিতেন। বুধবার রাতে ধরমপুর এলাকায় ডিজের ভাড়া নিয়ে যায় পরিমল সরস্বতী প্রতিমা বিসর্জনে। সেখানেই ডিজে বক্স বাজানো নিয়ে স্থানীদের গন্ডগোল বাধে।গণ্ডগোলে ডিজে মালিক পরিমলের মাথায় আঘাত করা হয়। চিকিৎসা চলাকালীন হাসপাতালে বৃহস্পতিবার মৃত্যু হয় তার। গোটা ঘটনায় ডেকোরেটর ইউনিয়নের জেলার সদস্যরা মানিকচক থানার পুলিশের দ্বাদস্ত হয়। ঘটনায় মানিকচক থানার আইসি পার্থসারথি হালদার এর কাছে অভিযুক্তদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানাচ্ছে অভিযোগ পেয়েই তদন্ত নেমে দুইজনকে গ্রেফতার করেছে মানিকচক থানার পুলিশ। শুক্রবার ধৃতদের আদালতে পাঠিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Spread the love