দেওয়া হচ্ছে না হারভেস্টারের রেজিস্ট্রেশন নাম্বার, প্রতিবাদে বালুরঘাট আরটিও অফিস ঘেরাও করে বিক্ষোভ হারভেস্টার মালিকদের

সংবাদ সারাদিন, বালুরঘাট: জেলা আঞ্চলিক পরিবহন দপ্তর থেকে দেওয়া হচ্ছে না হারভেস্টারের রেজিস্ট্রেশন নাম্বার। যার প্রতিবাদে সোমবার দুপুরে বালুরঘাট আরটিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন জেলার বিভিন্ন জায়গা থেকে আসা হারভেস্টার মালিকরা। আরটিও অফিস থেকে হারভেস্টারের নাম্বার না দেওয়ার ফলে বিভিন্ন জায়গায় চলাচল করতে গেলে সমস্যা পড়তে হচ্ছে হারভেস্টার মালিকদের। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গাড়ির নাম্বার না থাকার জন্য জরিমানা করা হচ্ছে হারভেস্টার মালিকদের বলেও অভিযোগ।

এমনকি পদে পদে হয়রানি মুখে পড়তে হচ্ছে মালিকদের। একাধিকবার জানালেও হারভেস্টারের কোন রেজিষ্ট্রেশন নাম্বার দেওয়া হচ্ছে না। অথচ ঘুর পথে টাকা খাইয়ে বেশ কিছু হারভেস্টারের নাম্বার দেওয়া হয়েছে। এর প্রতিবাদে সরব হয়েছেন হারভেস্টার মালিকরা। সোমবার দুপুরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হারভেস্টার মালিকরা আরটিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরে তাদের দাবি-দাওয়া আরটিওকে লিখিতভাবে জানান। রেজিস্ট্রেশন নাম্বার সহ প্রয়োজনীয় নথিপত্র না দেওয়া হলে আগামী দিনে তারা আরটিও অফিসে এসে আত্মঘাতী হবেন হারভেস্টার মালিকরা। এর জন্য দায়ি থাকবেন জেলা প্রশাসন বলে সাফ জানিয়েছেন আন্দোলনকারীরা।

যদিও এবিষয়ে জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা বলেন, হারভেস্টার ডিলাররা আইন মোতাবেক হারভেস্টার বিক্রি করেননি। ডিলার অনুমোদিত মেশিনকে গাড়ি হিসেবে মুখে বলে বলে বিক্রি করেছে। যেটা পরিবহন দপ্তরের নির্দিষ্ট পোর্টালে তোলা হয়নি৷ যার ফলে সেই সব হারভেস্টারের রেজিষ্ট্রেশন সম্ভব নয়। অথচ এই সব ডিলাররা মালিকদের ভুল বুঝিয়েছে। যে আরটিও রেজিস্ট্রেশন দিচ্ছেন না৷ যা সম্পূর্ণ মিথ্যে। এনিয়ে হারভেস্টার মালিকদের সাম্নেই কথা বলেন ডিলারদের সঙ্গে তিনি। মুনাফা লোটার জন্য এমনটা করেছে কিছু ডিলার। এনিয়ে আবার একবার ডিলারদের অফিসিয়াল চিঠি করবেন তিনি। প্রয়োজনে তাদের ডিলারশিপকে সাসপেন্ড করা যায় সেই পদক্ষেপও নেবেন।

Spread the love