সংবাদ সারাদিন, বংশীহারী: মিড ডে মিল রান্না করার সময় গরম ডালে পড়ে গিয়ে গুরুতর আহত হল রাঁধুনি তথা স্বনির্ভর দলের এক মহিলা। মঙ্গলবার দুপুরে ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার দৌলতপুর হাইস্কুলে। আহত ওই মহিলার নাম পুতুল ভুঁইমালি(৩৫)। বিষয়টি নজরে আসতেই প্রথমে তাকে স্থানীয় রসিদপুর হাসপাতাল ও পরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে দৌলতপুর হাইস্কুল কর্তৃপক্ষ ও প্রশাসন।
জানা গেছে, মঙ্গলবার সকালে স্কুল চলছিল। সেই সঙ্গে মিড ডে মিলের রান্নার জন্য ব্যস্ত ছিল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। দুপুর স্বনির্ভর দলের মহিলারা রান্না করছিলে দৌলতপুর হাইস্কুলে। ওই সময় মিড ডে মিলের ডাল রান্না হচ্ছিল। কড়াই থেকে যথাসময়ে ডাল নামাচ্ছিল পুতুল ভুঁইমালি নামে ওই মহিলা। রান্নাঘরে খুব ছোট জায়গা থাকার কারণে রান্নাতে সমস্যা হয় মহিলাদের। সেই সময় রান্নাঘরে নিচে থাকা জলের মধ্যে পা পিছলে গরম ডালের নৌকার মধ্যে পড়ে যায় পুতুল ভুঁইমালি। ঘটনায় পুড়ে যায় শরীরের একাংশ। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে স্বনির্ভর দলের অন্য মহিলারা পুতুল ভুঁইমালিকে সেখান থেকে তুলে নিয়ে আসে।

পরে দৌলতপুর হাই স্কুলে কর্তব্যরত শিক্ষকরা তাকে চিকিৎসার জন্য গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পুতুল ভুঁইমালি। কি ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ।