ছাত্রীকে দিয়ে শৌচাগার পরিস্কারের অভিযোগ পেতেই বালুরঘাটের কুড়মাইল প্রাথমিক স্কুল পরিদর্শনে ডিপিএসসির চেয়ারম্যান ও ডিআই

সংবাদ সারাদিন, বালুরঘাট: স্কুল ছাত্রীকে দিয়ে শৌচাগার পরিস্কার করানোর অভিযোগ পেতেই কুড়মাইল প্রাথমিক স্কুল গেলেন ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা ও ডিআই নারায়ণ চন্দ্র পাল সহ তদন্ত কমিটি। মঙ্গলবার দুপুরে ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা স্কুল পরিদর্শন করেন। এছাড়াও ছিলেন অন্যান্য আধিকারিকরা। কথা বলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের সঙ্গে। এই ঘটনা ঘটা উচিত ছিল না বলে চেয়ারম্যান সন্তোষ হাঁসদা জানিয়েছেন। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও ডিপিএসসির চেয়ারম্যান জানিয়েছেন৷

প্রসঙ্গত, গত শনিবার কুড়মাইল প্রাথমিক স্কুলের ক্লাস ফাইভের এক ছাত্রীকে জোর করে স্কুলের শৌচাগার পরিস্কার করানো হয়। ওই দিন বাড়ি ফেরার পর থেকে অন্যরকম ব্যবহার করছিল ওই ছাত্রী। বিষয়টি পরিবারের নজরে আসতেই তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তার? এরপরই সে পরিবারকে পুরো বিষয়টি জানান। ওই স্কুলের এক শিক্ষিকা তাকে দিয়ে জোর করে স্কুলের শৌচাগার পরিস্কার করায়। এই বিষয়টি জানাজানি হতেই অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরদিন অর্থাৎ রবিবার স্কুল ছুটি থাকায় সেই দিন কাউকে অভিযোগ জানাতে পারেননি তারা। গতকাল অর্থাৎ সোমবার স্কুল গিয়ে ক্ষোভ প্রকাশের পরই জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বা ডিপিএসসি অফিসে যান ওই স্কুলের অভিভাবকরা। সঙ্গে ছিলেন ক্লাস ফাইভের ওই ছাত্রীর অভিভাবকরা। এরপর লিখিত আকারে বিষয়টি জানান৷ ছাত্রীকে দিয়ে শৌচালয় পরিষ্কার করানোর অভিযোগ ওঠা স্কুলে এদিন এল তদন্ত কমিটি। আজ কুড়মাইল নিম্ন বুনিয়াদী বিদ্যালয় বিদ্যালয়ে যান ডিপিএসসি চেয়ারম্যান, ডিআই সহ অন্যান্য কর্তারা। শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক দের সাথে কথা বলেন তারা। পুরো ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাঁসদা।

এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ বসাক বলেন, যেদিন ঘটনাটি ঘটেছে সেদিন তিনি ছিলেন না। পরে বিষয়টি জানতে পেরে স্কুলের শিক্ষিকাকে জানিয়েছিলেন এঘটনাটি করা উচিত হয়নি।

অন্যদিকে এবিষয়ে ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা বলেন, খবর পেয়ে তিনি স্কুলে যান। পুরো ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা।

Spread the love