মিড ডে মিলে ছাট মাংস খাওয়ানোর অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে, ইংরেজবাজারে বিক্ষোভ অভিভাবকদের

সংবাদ সারাদিন, মালদা: ইংরেজবাজার ব্লকের অমৃতি কলোনি প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের মাংসের ছাট মাংস পড়ুয়াদের খাওয়ানোর অভিযোগ উঠল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। বুধবার দুপুরে স্কুলের অভিভাবক ও এলাকাবাসীর একত্রিত হয়ে মাস্টারদেরকে ঘরের ভিতরে ঢুকে তারা বন্ধ করে রেখে বিক্ষোভ দেখায়।

গ্রামবাসী অভিভাবকদের বক্তব্য মিড ডে মিলের মাংস র ভালো পিস লেগ পিস না খাইয়ে গলা, মাথা ,মেটে এগুলো বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে। আর মাস্টাররা লেগপিস থেকে ভালো ভালো পিস মিড ডে মিলের রাঁধানীর মাধ্যমে রান্না করে খাচ্ছেন। বাচ্চাদেরকে মোটা চাল খাওয়ানো হচ্ছে এবং মাস্টাররা সরুচাল রান্না করে খাচ্ছেন। এই অভিযোগে স্কুলের ঘরের তালা মেরে বিক্ষোভ দেখাই। স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা এই বিষয়ে স্কুলের অভিভাবকরা ও স্থানীয়রা শিক্ষা দপ্তরকে অভিযোগ করবেন মাস্টারদের বিরুদ্ধে।

Spread the love