দাঁতনে খাবারের সন্ধানে বাড়িতে ঢুকলো দলছুট হাতি, এলাকা জুড়ে আতঙ্ক

সংবাদ সারাদিন, পশ্চিম মেদিনীপুর: শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক নম্বর ব্লকের বামনপুকুর হয়ে একটি হাতি কাজীপাড়া এলাকায় ঢুকে পড়ে। খাবারের সন্ধানে ওই দলছুট হাতিটি লোকালয়ে গিয়ে বাড়ির মধ্যে ঢুকে ধান সহ বিভিন্ন জিনিস টেনে বার করে খায়। সেই সঙ্গে গ্রামের মাঠে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাপিয়ে বেড়ায়। যার ফলে মাঠে থাকা কয়েক বিঘা জমির ফসল নষ্ট করে দেয় হাতিটি। ওই ঘটনার ফলে মুহূর্তের মধ্যে কাজীপাড়া এলাকায় হাতির হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা বিষয়টি বনদফতরকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতর এর কর্মীরা।

প্রায় চার ঘন্টার চেষ্টায় ওই দলছুট দাঁতাল হাতি টিকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় বনদফতর এর কর্মীরা।যেভাবে প্রকাশ্য দিবালোকে খাবারের সন্ধানে বাড়ির মধ্যে হাতি ঢুকে পড়েছিল তাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছিল। তবে গ্রামবাসীরা গ্রামে হাতি ঢুকে পড়ায় দৌড়ে পালিয়ে যায়। যার ফলে মানুষের কোন ক্ষতি করতে পারেনি ওই দলছুট হাতিটি। তবে কয়েকটি বাড়ি ভাঙচুর করেছে এবং বাড়িতে ঢুকে রীতিমতন ধান ও চালের বস্তা টেনে বের করে খেয়েছে। যার ফলে ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। বনদপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Spread the love