১০০ দিনের কাজের মান খতিয়ে দেখতে উত্তর দিনাজপুরে এলো ২ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল

সংবাদ সারাদিন, ইটাহার: ১০০ দিনের কাজের মান খতিয়ে দেখতে ২ জন সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল আসল উত্তর দিনাজপুর জেলায়। শনিবার ইটাহার ব্লকের পতিরাজপুর, দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত দপ্তরে গিয়ে ১০০ দিনের কাজের নথী খতিয়ে দেখেন তারা। পাশাপাশি ১০০ দিনের কাজের অধীনে বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।

মূলত, রাজ্যের বিরোধী দলনেতা সহ বিভিন্ন বিরোধী দলের সাংসদরা বাংলায় ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বারংবার। ফলে কেন্দ্র সরকারের তরফে এই অভিযোগের সত্যতা যাচায়ে মূলত ৫ টি জেলায় ১০০ দিনের কাজের মান খতিয়ে দেখতে বিশেষ প্রতিনিধি দল এসেছে পশ্চিমবঙ্গে। সেই মোতাবেক এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের এই পরিদর্শন বলে জানা যায়।

এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের দুই জন আধিকারিক রায়গঞ্জ মহকুমার এডিএম এলআর রবি আগরওয়াল,
ইটাহারের বিডিও অমিত বিশ্বাস, দুই জন জয়েন্ট বিডিও জাহেরুল ইসলাম ও অঙ্কুর বিশ্বাসকে সঙ্গে নিয়ে পতিরাজপুর ও দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত দপ্তরে যান। সেখানে ১০০ দিনের কাজের নথী খতিয়ে দেখে বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে ঘুরে উপভোক্তাদের সাথে কথা বলেন।

Spread the love