ধর্ষিত হওয়ার অপমানে আত্মঘাতীর চেষ্টা গৃহবধূর, অধরা যুবক; অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বালুরঘাট থানায় দ্বারস্থ পরিবার

সংবাদ সারাদিন, বালুরঘাট: স্বামী না থাকায় ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা প্রতিবেশী এক যুবকের। বিষয়টি জানাজানি হতেই অপমানে কীটনাশক খেয়ে আত্মঘাতীর চেষ্টা করে ওই গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের শালগ্রাম এলাকায়। এদিকে এনিয়ে দিন ১৫ আগে বালুরঘাট থানায় অভিযুক্তের নামে লিখিত অভিযোগ দায়ের করলেও এখনও অধরা অভিযুক্ত। অভিযুক্তের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এদিনও বালুরঘাট থানার দ্বারস্থ হলেন গৃহবধূর বাবা। এদিকে এনিয়ে জেলা পুলিস সুপারের কাছেও অভিযোগ দায়ের করেছে ওই পরিবার। তবে এখনো অধরা অভিযুক্ত যুবক। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে৷

পুলিস সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী পরিযায়ী শ্রমিক। স্বামী ভিন রাজ্য গোয়াতে থাকে৷ যার ফলে শ্বশুর বাড়িতেই শাশুড়িকে নিয়ে একাই থাকেন ওই গৃহবধূ। এদিকে প্রতিবেশী অতুল মন্ডল নামে এক যুবক মাঝে মধ্যেই ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিত। যা নিয়ে প্রতিবাদ করেছিল ওই গৃহবধূ। অভিযোগ, গত ১ মার্চ রাতে ওই গৃহবধূর ঘরে দরজা ভেঙে ভেতরে ঢোকে ওই অভিযুক্ত যুবক। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার করলে প্রতিবেশীরা আসলে সে পালিয়ে যায়। ওই ঘটনা জানাজানি হতেই অপমানে কীটনাশক খায় ওই গৃহবধূ। দুইদিন হাসপাতালে ভর্তি থাকার পরে বর্তমানে অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এদিকে ওই ঘটনায় গৃহবধূর বাবা ওই অভিযুক্তের নামে লিখিত অভিযোগ দায়ের করে। তারপর থেকেই পলাতক অভিযুক্ত।

এবিষয়ে ওই গৃহবধূর বাবা বলেন, আমি দিন দশেক আগে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছি। কিন্তু এখনও ওই যুবক গ্রেপ্তার হয়নি। আমরা জানতে পারছি সে কোথায় আছেন৷ তবুও কেন গ্রেপ্তার হচ্ছে না, বুঝে পাচ্ছি না। তাই পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছি। আজকে ফের থানাতে এসেছি। আমার মেয়ের সাথে এত বড় অন্যায় করল ওই যুবক, যার জন্য আমার মেয়ে কীটনাশক খেল। তবুও কেন অভিযুক্ত গ্রেপ্তার হবে না। অভিযুক্ত কোথায় আছে সেটাও বলেছি। কিন্তু কোন ব্যবস্থায় নিচ্ছে না পুলিশ। তাই হন্যে হয়ে রোজ থানা, পুলিশ অফিসের চক্কর কাটছেন।

অন্যদিকে পুরো ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা পুলিশ সুপার রাহুল দে। তিনি এব্যাপারে বলেন, বিষয়টি আমার জানা নেই৷ আমি পুরো বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেব।

Spread the love