পৌরসভার উদ্যোগে বালুরঘাটে বসতে চলেছে ওপেন এয়ার জিম

সংবাদ সারাদিন, বালুরঘাট: বালুরঘাট শহরে এতদিন পর্যন্ত ছিল না কোন ওপেন জিম বা খোলা ব্যামাগার। বালুরঘাট পুরসভার উদ্যোগে শহরবাসীর সেই দাবি শীঘ্রই পূরণ হতে চলেছে। বালুরঘাট শহরের ১ নম্বর ওয়ার্ডের সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় বসছে এই ওপেন জিম। মঙ্গলবার থেকে যার কাজ শুরু হয়েছে। এদিন দুপুরে সেই জিমের কাজ পরিদর্শন করলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, সঙ্গে ছিলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু দাস।

আগামী দু’প্তাহের মধ্যে এই ওপেন জিম শহরবাসী পেতে চলেছে। এমনটাই জানিয়েছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে এই ওপেন জিম তৈরি করা হচ্ছে। ওপেন জিম চালু হওয়ার খবর পেয়ে খুশির হাওয়া শহর জুড়ে।

প্রসঙ্গত, বালুরঘাট শহরে সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় রয়েছে জেলার উচ্চপদস্থ আধিকারিকের বাসস্থান। জেলা শাসক, পুলিশ সুপার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য আধিকারিকের বাসস্থান। নিড়িবিলি হওয়ার কারণে এই রাস্তায় সকাল ও বিকেলে প্রাত ভ্রমণ করেন শহরবাসী। তাই বিভিন্ন সময় দাবি উঠেছিল এই এলাকায় ওপেন জিমের। অবশেষে শহরবাসীর সেই দাবি মেনে ওপেন জিম তৈরি করছেন বালুরঘাটে পুরসভা।

Spread the love