বেহাল রাস্তার প্রতিবাদে জলঘরে তপন-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

সংবাদ সারাদিন, বালুরঘাট: প্রশাসনের প্রতিশ্রুতি পরেও গ্রামের চলাচলের একমাত্র কাঁচা রাস্তা পাকা হয়নি। তাই বেহাল রাস্তার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের জলঘরে তপন বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ক্ষুব্ধ গ্রামবাসীদের। শুক্রবার সকাল থেকে জলঘরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে। এদিকে পথ অবরোধের জেরে আটকে পরে সমস্ত রকম যান চলাচল। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বালুরঘাট থানার পুলিশ৷ সকাল দশটা থেকে অবরোধ চলছে। আর আশ্বাস নয়। এবার চাই পাকা রাস্তা। রাস্তা না হলে পরে তারা অবরোধ চালিয়ে যাবেন। এমনকি আগামী নির্বাচনে ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই রাস্তা নিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ এদিকে এই রাস্তা পঞ্চায়েতের তরফ থেকে করা সম্ভব নয় বলেই জলঘর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল মুর্মু জানিয়েছেন৷

জানা গেছে, বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের জলঘর বাজার তেলাপুকুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা৷ এই রাস্তাটি স্বাধীনতার আগে থেকেই মাটির৷ এই রাস্তাটি দিয়ে প্রতিদিন ওই এলাকার ৫-৬ টি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। এমনি সময় তেমন অসুবিধা না হলেও মূল সমস্যা বাধে বর্ষাকালে। গ্রামের কেউ অসুস্থ হলে পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোন অ্যাম্বুলেন্স ঢোকে না গ্রামে৷ পড়ুয়ারাও স্কুল কলেজ যেতে অনেক সমস্যায় পড়েন রাস্তার কারণে। তাই এই রাস্তা পাকার দাবিতে কয়েক মাস আগে জলঘরে রাজ্য সড়ক অবরোধ করেছিলেন। সেই সময় ব্লক প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল পাকা রাস্তা করে দেওয়া হবে। সেই সময় তিন মাসের মধ্যে কাজ হবে বলে প্রশাসন প্রতিশ্রুতি দেয়। কিন্তু সেই আশ্বাসের ছয় মাস পার হলেও পাকা রাস্তা এখনো হয়নি। সামনেই বর্ষাকাল। আবার যাতায়াতে ব্যাপাক সমস্যা বাধবে। তাই বর্ষার আগে এলাকার একমাত্র রাস্তা পাকার দাবিতে এদিন জলঘরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

এদিকে পথশ্রী প্রকল্পে দক্ষিণ দিনাজপুর জেলায় ১৩৭ টি রাস্তা করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। যার মধ্যে ১২৯ টি নতুন রাস্তা। বাকি আট টা রাস্তা ঢালাই। সম্প্রতি সেই সব রাস্তার কাজের শুভ সূচনা করা হয়৷ কিন্তু এর মধ্যে জলঘর গ্রাম পঞ্চায়েতের তেলাপুকুর রাস্তার কোন উল্লেখ নেই৷ এই রাস্তা না হওয়ায় ক্ষোভ এলাকাবাসীর মধ্যে। তাই এদিন গ্রামের রাস্তা পাকার দাবিতে জলঘরে রাজ্য সড়ক অবরোধ করেন মূলত এই সব গ্রামের শতাধিক মহিলা। এদিকে পুলিশ গেলেও এখনো অবরোধ ওঠেনি। যতক্ষণ না প্রশাসনের কেউ আসছে রাস্তা অবরোধ তুলবেন না বলে সাফ জানিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে পথ অবরোধের জন্য ব্যাপক সমস্যায় পড়েছেন পথচলতি মানুষরা।

এদিকে কিছুদিন আগে ওই এলাকায় দিদির দূর ও সুরক্ষা কবচে গেছিলেন মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী। তারপরে এই রাস্তা অবরোধের ঘটনা। এই খবর পেয়ে তিনি বলেন, যারা রাস্তা অবরোধ করেছেন সেটি যুক্তি সঙ্গত বিষয়। তবে এনিয়ে স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন এই রাস্তাটি করার বিষয়ে তারা তৎপর রয়েছেন।

Spread the love