সংবাদ সারাদিন, ইটাহার: পুনরায় ষষ্ঠ দফায় দুয়ারে সরকার কর্মসূচি শুরু হল সমস্ত জায়গার পাশাপাশি ইটাহার ব্লকেও। এদিন উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের নির্দেশে এবং ইটাহার ব্লক প্রশাসনের সহযোগিতায় ইটাহার ও সুরুন ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রুপশ্রী, স্বাস্থ্য সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু সহ ৩২ টি উন্নয়ন মূলক প্রকল্পের পরিষেবা সাধারণ মানুষকে প্রদানের লক্ষ্যে শিবির করা হয় দুটি পৃথক অঞ্চলের বুথে বুথে।
পাশাপাশি দুয়ারে সরকরের ক্যাম্পে গিয়ে সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে অক্ষম বিশেষ চাহিদা সম্পন্ন, অসুস্থ, বয়স্ক সাধারণ মানুষদের সুবিধার্থে ভ্রাম্যমান মোবাইল ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত গ্রামের কোনায় কোনায় দুয়ারে সরকারের পরিষেবা প্রদানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয় ইটাহার ব্লক প্রশাসনের তরফে। এই মোবাইল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে পারবেন বলে জানা যায়। ফলে সকাল থেকে দুয়ারে সরকার ক্যাম্পে সরকারি প্রকল্পের সুবিধা নিতে ভিড় জমায় বহু সাধারণ মানুষ। প্রথম দিনে ইটাহার ও সুরুন ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত দুয়ারে সরকার কর্মসূচিতে এসে সাধারণ মানুষ সঠিকভাবে সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখতে ইটাহারের বিডিও অমিত বিশ্বাসকে নিয়ে পরিদর্শন করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট অভিজিৎ হালদার। ইটাহারের ভিডিও অমিত বিশ্বাসের তরফে জানা যায়।

প্রথমদিন ইটাহার ব্লকে দুয়ারে সরকার কর্মসূচি সফল করতে দুটি পৃথক অঞ্চলে মোট ৬৩টি ক্যাম্প করা হয়। এর মধ্যে উপজাতি এলাকায় করা হয় ১০টি ক্যাম্প। এই ক্যাম্পগুলিতে বিভিন্ন সরকারি প্রকল্পের মোট ৫৩৮টি আবেদনপত্র জমা পরেছে। তার মধ্যে সব চাইতে বেশি লক্ষ্মীর ভান্ডারে মোট ২২৯ টি আবেদন পত্র জমা পরেছে। পুনরায় দুয়ারে সরকার কর্মসূচি চালু হওয়ায় খুশি বিভিন্ন এলাকার সাধারণ মানুষরা।