ষষ্ঠ পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হল হরিরামপুরে

সংবাদ সারাদিন, হরিরামপুর: ষষ্ঠ পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হল হরিরামপুর ব্লকের অন্তর্গত বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের হরিরামপুর এএসডিএম উচ্চ বিদ্যালয় এর মাঠে এদিন এই দুয়ারে সরকার কর্মসূচির অঙ্গ হিসেবে সরকারি বিভিন্ন প্রকল্পের স্টল বসানো হয়।

বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রান্তের মানুষজন নিজেদের প্রয়োজনীয় কাগজ পত্রের কাজের জন্য এই দুয়ারে সরকার ক্যাম্পে ভিড় জমান। দুয়ারে সরকারের কর্মসূচি দেখতে আসেন রাজ্য পরিদর্শক গোদালা কিরণ কুমার আই এ এস সঙ্গে উপস্থিত ছিলেন মহকুমা শাসক পি প্রমোদ ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল সহ হরিরামপুর ব্লকের বিডিও পবিত্রা লামা সহ প্রশাসনিক আধিকারিক বৃন্দরা।

এদিন রাজ্য পরিদর্শক সহ প্রশাসনিক আধিকারিকরা দুয়ারে সরকারের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং এই দুয়ারে সরকারের ক্যাম্পে আসা সাধারণ মানুষদের সাথে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ শোনেন পাশাপাশি তাদের এই অভাব অভিযোগ ঠিকঠাক মতো সুরাহা হচ্ছে কিনা সে বিষয় খতিয়ে দেখেন।

Spread the love