জাল সার্টিফিকেট দিয়ে বিদ্যালয়ে শিক্ষকতা, মালদায় গ্রেফতার শিক্ষিকা

সংবাদ সারাদিন, মালদা: জাল সার্টিফিকেট দিয়ে দীর্ঘ প্রায় দেড় বছর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার পর গ্রেফতার। অবশেষে সার্টিফিকেট জাল ঘটনার সামনে আসতেই ঐ শিক্ষিকাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ঐ শিক্ষিকাকে শনিবার মালদা জেলা আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদার মানিকচক থানার পুলিশ।

জানা গেছে, ধৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার নাম চাপা মন্ডল। মানিকচকের হাড্ডাটোলা গ্রামের বাসিন্দা। হরিশ্চন্দ্রপুর থানার বর্নাহি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে নিযুক্ত হয়েছিলেন ২০২১ সালের অক্টোবর মাসের। তবে জাল SC শংসাপত্র দেখিয়ে চাকরি পাওয়ার ঘটনায় আদালতের নির্দেশ অনুসারে মালদার মহকুমা শাসক পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এরপর মানিকচক থানার পুলিশ গোটা অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে জল শংসাপত্র দিয়ে চাকুরীতে যুক্ত হওয়ার অভিযোগে এই শিক্ষিকাকে গ্রেফতার করা হয়। শনিবার শিক্ষিকাকে জেলা আদালতে পাঠিয়ে গোটা বিষয়ের তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন।

Spread the love