৫ বছর ধরে প্রেমের সম্পর্ক, বিয়ের দাবি করতেই প্রেমিকাকে মারধরের অভিযোগ উঠল প্রেমিকের পরিবারের বিরুদ্ধে

সংবাদ সারাদিন, মালদা: দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক। বিয়ের দাবি করতেই প্রেমিকাকে মারধরের অভিযোগ উঠল প্রেমিকের পরিবার বর্গের বিরুদ্ধে। ঘটনায় পুলিশ আহত প্রেমিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার নাজিরপুর অঞ্চলের লস্করপুর গ্রামে। প্রেমিকের সাথে কোনোভাবে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলে দাবি প্রেমিকার। প্রেমিকের সাথেই থাকতে চাই দাবি প্রেমিকার।

জানা গেছে, লস্করপুর গ্রামের বাসিন্দা রিহান মিয়া। পেশায় ভিন রাজ্যের শ্রমিক। ওই গ্রামেরই এক যুবতীর সাথে প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক বলে দাবি যুবতীর।দীর্ঘদিন প্রেমের সম্পর্কে নানান জায়গায় ঘুরতে যাওয়া, ফোন মারফতে কথা বলা এই সমস্তটা হতোই। তবে চলতি মাসের ৩ তারিখ ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে আসে প্রেমিক বলে দাবি-প্রেমিকার। তারপর থেকে কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না মোবাইল বন্ধ রয়েছে। শেষমেষ বৃহস্পতিবার প্রেমিকের বাড়িতে প্রেমিকা গেলে মারধর করে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শুক্রবার বাড়ির সামনেই ছিলেন প্রেমিকা তখন আবারও প্রেমিকের বাড়ির লোকজন তাকে মারধর করে বলে অভিযোগ। ঘটনা জানতে পেরে তড়িঘড়ি মানিকচক থানার পুলিশ পৌঁছে ওই আক্রান্ত যুবতীকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চলছে চিকিৎসা।

গোটা ঘটনায় প্রেমিকা জানান, স্কুলে পড়ার সময় থেকে তাদের প্রেমের সম্পর্ক। বিয়ে করতে ছেলে রাজি থাকলেও বাড়ির লোকজন চাপ দিয়ে সম্পর্ক বিচ্ছেদ করাতে চাইছে। এই কারণেই মারধর করেছে। প্রেমিকার দাবি, ছেলে বিয়ে করতে ইচ্ছুক কিন্তু বাড়ির লোকজন নানান ভাবে তাকে চাপ দিচ্ছেন। ওই ছেলের সাথেই আমি থাকতে চাই।

এদিকে মানিকচক থানার পুলিশ যুবতীকে হাসপাতালে ভর্তি করে গোটা ঘটনা খতিয়ে দেখছে।

Spread the love