মালদায় অনুষ্ঠিত হল ডিভিশনাল রেলওয়ে ইউজার কনসুল্টেটিভ কমিটির মিটিং
সংবাদ সারাদিন, মালদা: মালদা রেল ডিভিশনের পক্ষ থেকে ডিভিশনাল রেলওয়ে ইউজার কনসুল্টেটিভ কমিটির মিটিং অনুষ্ঠিত হল বুধবার। মালদা রেলওয়ে ডিভিশন অফিসে কমিটির সকল সদস্যদের নিয়ে এই মিটিং অনুষ্ঠিত হয়। এছাড়াও এই দিনারে মিটিংয়ে উপস্থিত ছিলেন মালদা ডিভিশনের ডিআরএম যতীন্দ্রকুমার সহ অন্যান্য উচ্চপদস্থ রেলের কর্তা আধিকারিকেরা। করণা পরিস্থিতিতে মাঝে দুই বছর এই কমিটির মিটিং বন্ধ ছিল। … Read more