জঙ্গলমহলের ঝাড়গ্রামে আজও প্রচলিত প্রাচীন ‘মশা খেদানো’ রীতি
সংবাদ সারাদিন, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলায় গ্রাম জুড়ে ‘মশা খেদানো’র উৎসবে মেতে ওঠে মানুষজন। মূলত ভূত তাড়ানোর জন্য গ্রাম-গঞ্জে এই মশা খেদানো অনুষ্ঠান হলেও এর পিছনে রয়েছে সচেতনতার বার্তা। কালীপুজোর রাত থেকে ভোর থেকে পর্যন্ত গ্রামগুলিতে চলে এই অনুষ্ঠান। টিন, ঢাক-ঢোল, খোল, করতাল, ক্যানেস্তারা বাজিয়ে মশাল ও ধুঁয়ো নিয়ে সারা রাত ধরে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে … Read more