মিড ডে মিল রান্নার সময় গরম ডালে পড়ে গুরুতর আহত রাঁধুনি, চাঞ্চল্য বংশীহারীতে
সংবাদ সারাদিন, বংশীহারী: মিড ডে মিল রান্না করার সময় গরম ডালে পড়ে গিয়ে গুরুতর আহত হল রাঁধুনি তথা স্বনির্ভর দলের এক মহিলা। মঙ্গলবার দুপুরে ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার দৌলতপুর হাইস্কুলে। আহত ওই মহিলার নাম পুতুল ভুঁইমালি(৩৫)। বিষয়টি নজরে আসতেই প্রথমে তাকে স্থানীয় রসিদপুর হাসপাতাল ও পরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। … Read more