সাঁকরাইলে দাপিয়ে বেড়াচ্ছে দাঁতাল হাতির দল, ফসল ক্ষয়ক্ষতির আশঙ্কায় গ্রামবাসীরা
সংবাদ সারাদিন, ঝাড়গ্রাম: ফের দাঁতাল এর তান্ডবে অতিষ্ঠ গ্রামবাসীরা। সাঁকরাইল ব্লকে শুক্রবার সকাল সকাল দাপিয়ে বেড়ালো ১০-১২টি হাতির দল, আতঙ্কিত এলাকাবাসী। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের নারদা, মুড়াকাটি এলাকায় রীতিমতো দাপিয়ে বেড়ায় হাতির দলটি, সকাল হতে না হতেই খাবারের সন্ধানে লোকালয়ে দাঁতালের দল প্রবেশ করায় আত্ঙ্কিত হয়ে পড়ে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ডাহিচক, নারদা, মুড়াকাটি সহ … Read more