প্রজাতন্ত্র দিবসে নাশকতা রুখতে হরিরামপুরে চলছে পুলিশি তল্লাশি
সংবাদ সারাদিন, হরিরামপুর: প্রজাতন্ত্র দিবসে নাশকতা রুখতে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আটো সাঁটো করেছে জেলা পুলিশ। জেলার প্রান্তীয় ব্লক হরিরামপুরের বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকায় বসানো হয়েছে নাকাচেকিং। প্রজাতন্ত্র দিবসে নাশকতা রুখতে সব ধরনের যান বাহনগুলিতে চলছে পুলিশি তল্লাশি। তৎপরতা বেড়েছে জেলা পুলিশের। নজরদারী বাড়ান হয়েছে জেলার প্রতিটি বাসস্ট্যান্ড, রেল স্টেশন সহ গুরুত্বপূর্ণ এলাকায়।