৫০০ বছর ধরে একই রীতি মেনে পুজো হয়ে আসছে রতুয়ার শিবপুর ঘাটের সার্বজনীন দুর্গাপূজা
সংবাদ সারাদিন, পরিতোষ সরকার, মালদা: আর মাত্র কয়েকটা দিন তারপরই সূচনা দেবি পক্ষের। সেজে উঠছে শহরতলী থেকে গ্রাম গঞ্জের পুজো মণ্ডপগুলি। নদী ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকার অন্যতম পুজো মালদার রতুয়া থানার কাহালা শিবপুর ঘাট সার্বজনীন দুর্গাপূজা। প্রায় পাঁচশো বছর ধরে একই রীতিনীতি নিষ্ঠার সাথে পুজো হয়ে আসছে। তবে নদী ভাঙ্গনে বেশ কয়েকবার স্থানও বদলেছে। … Read more