করণদিঘিতে দাদার হাতে ভাই খুন, অভিযুক্ত পলাতক
সংবাদ সারাদিন, করণদিঘি: দাদার হাতে খুন হলেন ভাই। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার পূর্ব ফতেপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ। অভিযুক্ত দাদা পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে করণদিঘি থানার পুলিশ। জানা গেছে, করণদিঘি থানার পূর্ব ফতেপুর গ্রামের বাসিন্দা গুল মহম্মদ তার স্ত্রীর সঙ্গে কথাকাটি করছিলেন। ছোট ভাই দিল মহম্মদ … Read more